Tumi Rupkothay Lyrics (তুমি রূপকথায় লিরিক্স) by Balam

 


Tumi Rupkothay Song Lyrics | Balam New Song 2020

Song: Tumi Rupkothay (তুমি রূপকথায়)
Singer: Balam 
Lyrics: Robiul Islam Jibon 
Tune & Music: Balam
Video Direction: BLM
Cast: Balam
Label: CD Choice

Tumi Rupkothay(তুমি রূপকথায়) Lyrics In Bangla: 

তুমি রূপকথায়
তুমি চুপকথায়,
তুমি মনতায়...
স্বপ্ন দেখার কারন।

চলে যেতে....যেতে
তোমারই সে পথে,
থেমে যেতে চায় মন
থেমে যেতে চায় মন।

তুমি রূপকথায়
তুমি চুপকথায়....

তোমায় নিয়ে মনের ভেতর
হাজার অনুভূতি,
আমার আমি খুঁজি শুধু
একটু অনুমতি।

চলে যেতে....যেতে
তোমারই সে পথে,
থেমে যেতে চায় মন
থেমে যেতে চায় মন।

তুমি রূপকথায়
তুমি চুপকথায়....

তোমায় নিয়ে হৃদয় পাড়া
সুখের ছায়া বাজি,
কেমন করে বোঝাই বলো
হয়ে আছি রাজি।

চলে যেতে....যেতে
তোমারই সে পথে,
থেমে যেতে চায় মন
থেমে যেতে চায় মন।

তুমি রূপকথায়
তুমি চুপকথায়
তুমি মনতায়,
স্বপ্ন দেখার কারন।

চলে যেতে....যেতে
তোমারই সে পথে,
থেমে যেতে চায় মন।

Tumi Rupkothay (তুমি রূপকথায়) Video Song:


Tumi Rupkothay (তুমি রূপকথায়) Lyrics In English: 

Tumi rupkothay
Tumi chupkothay
Tumi monotay,
Sopno dekhar karon

Chole jhete....jhete 
Tomari se pothe,
Theme jhete chai mon
Theme jhete chai mon

Tumi rupkothay 
Tumi chupkothay...

Tomay niye moner vitor
Hajar onuvuti,
Amar ami khuji shudu
Ektu onumoti

Chole jhete....jhete 
Tomari se pothe,
Theme jhete chai mon
Theme jhete chai mon

Tumi rupkothay 
Tumi chupkothay...

Tomay bhebe hridoy para 
Sukher chaya baji,
Kemon kore bujai bolo 
Hoye achi raji 

Chole jhete....jhete 
Tomari se pothe,
Theme jhete chai mon
Theme jhete chai mon

Tumi rupkothay
Tumi chupkothay
Tumi monotay,
Sopno dekhar karon

Chole jhete....jhete 
Tomari se pothe,
Theme jhete chai mon

Thanks for visiting our site. Stay here for more Latest song Lyrics.

Post a Comment

0 Comments